পঞ্চগড়ের সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের চারমাইল এলাকা থেকে একটি শকুন উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
শকুনটিকে প্রাণিসম্পদ চিকিৎসকের চিকিৎসা শেষে বনবিভাগ কার্যালয়ে রাখা হয়েছে।
বুধবার বিকালে ঢিল মেরে আহত করলে শুকনটি এলাকার একটি পুকুরে নেমে পড়েলে স্থানীয়রা শুকনটিকে উদ্ধার করে।
আরও পড়ুন: বৃষ্টির পানিতে তলিয়েছে ফরিদপুরে ২০ হাজার হেক্টর ফসলের খেত
পঞ্চগড় সদরের ভেটেরিনারী সার্জন ডা. মরিয়ম রহমান জানান, শকুনটি সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায় ও বন বিভাগের পঞ্চগড় সদর বিট কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, একটি আহত শকুন ধরা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে উদ্ধার করা হয়েছে। শকুনটিকে চিকিৎসা দেয়া হয়েছে। এটি মোটামুটি সুস্থ রয়েছে। শকুনটির আনুমানিক ওজন ১১ থেকে ১২ কেজি হবে।
আরও পড়ুন: বাগেরহাটে ৭৩৯ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত
দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তার পরামর্শে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তারা।